The Solutions To Reduce Ocean Acidification
সমুদ্র দূষণ ( এসিডিফেকেশন) কমানোর উপায়ঃ
সবচেয়ে ভালো পথ হলে আমাদের দ্বারা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমিয়ে আনা বা বন্ধ করা।
বায়ুমন্ডলে কার্বনডাই অক্সাইড নিঃসরণ কমলে সমুদ্রে ও তার দ্রবন-মাত্রা কমে যাবে ফলে সমুদ্রের জলে এসিডের পরিমান কমতে থাকবে।
আর একটা উপায় হলে সমুদ্রের জলে নাইট্রোজেন ও সালফার নিঃসরণ কমিয়ে আনা ও বন্ধ করা। যদিও ওসান এসিডিফেকেশন এ দের প্রভাব CO2 এর চেয়ে অনেক কম।
কিন্তু এখানে সবচে' বাধা হলো আমাদের বর্তমান আধুনিক অর্থনৈতিক ব্যবস্হা, যেখানে যথেষ্ট রকমের পরিবর্তন আনতে হবে।
বৈষয়িক CO2 নিঃসরণ হ্রাসে আমাদের মোটাদাগে যা করনীয়:
প্রথমতঃ এনার্জির ব্যবহার বহুলাংশে কমাতে হবে,
দ্বিতীয়তঃ এনার্জি ব্যবহারের প্যাটার্ন চেঞ্জ করতে হবে।
তৃতীয়তঃ বিদ্যুৎ উৎপাদনে ফসিল ফিউয়েল এর উপর নির্ভরতা কমাতে হবে।
The main way of fighting ocean acidification is to reduce CO2 emissions of human origin. If the amount of CO2 released into the atmosphere decreases, the CO2 dissolved in the ocean will also decrease, which will slow down the acidification phenomenon.
As well, limiting nitrogen and sulfur emissions is also a way to reduce ocean acidification, although the impact of these releases is minimal compared to the impact of CO2.
The problem is that these measures involve redefining our economic system in depth. Indeed, to reduce global CO2 emissions, we must massively reduce our energy consumption, change our consumption patterns, and reduce our dependence on fossil fuels. It is, therefore, a real ecological transition project that needs to be implemented urgently.
No comments