জলবায়ু রক্ষায় ইউরোপে পরিবেশবাদীরা কেন চরমপন্থায়
পৃথিবীর জলবায়ু রক্ষায় ইউরোপে পরিবেশবাদীদের আন্দোলন–সংগ্রাম সর্বজনবিদিত। পরিবেশবাদীদের চাপের মুখে ইউরোপের অনেক দেশ পরিবেশ রক্ষায় নানা নীতি প্রণয়নে বাধ্য হয়েছেন।
সেই সত্তরের দশক থেকেই ইউরোপের পরিবেশবাদীদের আন্দোলন এখন একটি শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে গেছে। জলবায়ুতে কার্বন নিঃসরণ হ্রাস বা পরিবেশ রক্ষার্থে কয়লা ও আণবিক চুল্লি থেকে উৎপাদিত জ্বালানির ব্যবহার থেকে ক্রমেই সরে আসছে ইউরোপের অনেক দেশ।
চার বছর আগে পরিবেশ বাঁচাতে ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামের নতুন আন্দোলন এখন প্রবল ঝড় তুলেছে। স্কুলের ছেলেমেয়েরা এই আন্দোলনের মূল শক্তি। স্কুল ফেলে পরিবেশ দূষণের বিরুদ্ধে নতুন এক আন্দোলনের শুরুটা হয়েছিল সুইডেনে। এখন তা ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশে দেশে। ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে। এই আন্দোলনের মূলনীতি হলো স্কুলের আগে পরিবেশ। আর সেই নীতিবাক্য মেনে মাঝেমধ্যেই শুক্রবারে স্কুল ছেড়ে ছাত্রছাত্রীরা পরিবেশের জন্য রাজপথে নেমে আসছে। গ্রেটা থুনবার্গের শুরু করা এই আন্দোলন এখন বৈশ্বিক জলবায়ু আন্দোলনে পরিণত হয়েছে।
এত আন্দোলন–সংগ্রামের পরও পৃথিবীর উত্তর গোলার্ধের আমেরিকা বা ইউরোপীয় ধনী দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাস বা বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তা পর্যাপ্ত নয়। অথচ এই সব দেশই বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করছে।
মিসরের শার্ম আল-শেখ শহরে ৭ নভেম্বর ২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রাক্কালে ‘শেষ প্রজন্ম’ নামে একটি পরিবেশবাদী সংগঠন তাদের আন্দোলনকে চরমপন্থায় নিয়ে গেছে। এই পরিবেশবাদীরা আমস্টারডাম সিফোল বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে বিমান উড্ডয়নে বাধা দেয়। লন্ডন, মাদ্রিদ ও বার্লিনের মিউজিয়ামে বিখ্যাত চিত্রকরদের ছবিগুলোয় আলুর স্যুপ নিক্ষেপ করে বা আঠাজাতীয় কিছু লাগিয়ে দেয়।
৫ নভেম্বর গ্রিনপিস ও শেষ প্রজন্ম সংগঠন দুটির ৫০০ বিক্ষোভকারী আমস্টারডাম সিফোল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন। অনেকে সাইকেল নিয়েও প্রবেশ করতে সমর্থ হন। এসব বিক্ষোভকারী প্রাইভেট জেট বিমানকে উড্ডয়ন করতে বাধা দেন।গ্রিনপিসের ঘোষণা অনুযায়ী, বিক্ষোভকারীরা প্রাইভেট জেট বিমান উড্ডয়ন করতে বাধা দিয়েছেন। সিফোল বিমানবন্দর থেকে কম ফ্লাইটের জন্য এবং বিশেষ করে ব্যক্তিগত জেটের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান। নেদারল্যান্ডসের গ্রিনপিসের ডিউই জলোচ জানান, ‘আমরা কম ফ্লাইট, আরও ট্রেন এবং অপ্রয়োজনীয় স্বল্প দূরত্বের ফ্লাইট এবং ব্যক্তিগত জেটের ওপর নিষেধাজ্ঞার দাবি করছি।’ হল্যান্ডের পুলিশ আমস্টারডাম সিফোল বিমানবন্দরে বিক্ষোভকারীদের মধ্য থেকে বেশ কিছু লোককে গ্রেপ্তার করে।
৫ নভেম্বর স্পেনের মাদ্রিদে বিখ্যাত প্রাডো মিউজিয়ামে স্পেনের বিখ্যাত শিল্পী ফ্রান্সেসকো ডি গোয়ার দুটি বিখ্যাত চিত্রকর্মের ফ্রেম দুটির দেয়ালে দুই তরুণ–তরুণী +১,৫ সেন্টিগ্রেড লিখে দেয়। উল্লেখ্য ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর +১,৫ সেন্টিগ্রেড বৈশ্বিক উষ্ণতা বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রাডো মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা আসার আগপর্যন্ত তাঁরা ছবি দুটি ধরে দাঁড়িয়ে থাকেন। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, ‘জলবায়ুর প্রতি অবহেলা আমাদের খাদ্যনিরাপত্তাকে বিপন্ন করছে।’ এই পরিবেশবাদী গোষ্ঠী কেবল উদ্ভিদভিত্তিক পণ্য ব্যবহার করে—এমন কৃষিকে সমর্থন করে জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে। পরে পুলিশ এই দুই পরিবেশবাদীকে গ্রেপ্তার করে।
No comments