অসচ্ছল নারীরা বেশি সহিংসতার শিকার
বাংলাদেশের নারীরা বিভিন্ন সূচকে এগিয়ে থাকলেও ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক সচ্ছলতার জায়গায় এখনো অনেকটা পিছিয়ে। ফলে নারীর প্রতি সহিংসতা কমছেই না। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন-নির্যাতন একটা বড় সমস্যা। আর্থিকভাবে অসচ্ছল নারীরা সহিংসতার শিকার হন বেশি।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) একটি গবেষণা এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) এক যৌথ গবেষণায়, নারীর প্রতি সহিংসতা বিষয়ে যেসব তথ্য পাওয়া গেছে, তা খুবই উদ্বেগজনক। উভয় গবেষণার ফলাফলেই বলা হয়েছে, নিজ ঘরেই নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার। ইউএনওডিসির গবেষণার ফল অনুযায়ী, ২০১৭ সালে বিশ্বে মোট ৮৭ হাজার নারীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৫৮ শতাংশ খুন হয়েছেন একান্ত সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে। অ্যাকশনএইড বাংলাদেশ ও জেএনএনপিএফের গবেষণার তথ্য বলছে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার দুই-তৃতীয়াংশই হয় পারিবারিক পরিমণ্ডলে। আর সহিংসতার প্রায় ৯৭ শতাংশ ভুক্তভোগীর অভিযোগ আদালতে শুনানির পর্যায়ে যায় না বা গেলেও বাতিল হয়ে যায়।
No comments