পানিবন্দি অনেক পরিবার দাকোপে নদীর গর্ভে ২০০ মিটার বেড়িবাঁধ
খুলনার দাকোপে পশুর নদের প্রবল ভাটার টানে ২০০ মিটার ওয়াপদা বেড়িবাঁধসহ ১৫টি বসতঘর পশুর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে পড়ায় প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ভাঙনসংলগ্ন এলাকা থেকে আরও একাধিক পরিবার তাদের বসত বাড়ির মালামাল রক্ষার্থে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তলিয়ে গেছে কৃষকের আধা পাকা আমন ধানের খেত। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ভেসে গেছে দুইটি গ্রামের প্রায় অর্ধশত পুকুরের সাদামাছ।
সরেজমিনে জানা যায়, উপজেলা সদর পানখালী ইউনিয়নের পানখালী খলিসা স্লুইসগেটসংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের ওয়াপদা বেড়িবাঁধে গত মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ ভাঙন ও ফাঁটল দেখা দেয়। পরে বুধবার গভীর রাতে প্রায় ২০০ মিটার বাঁধ পশুর নদী গর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এ সময় মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাঁধের পাশেই ১২টি বসতবাড়ি ও নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন এলাকা থেকে অনেক পরিবার তাদের বসত বাড়ির মালামাল রক্ষার্থে তা ভেঙে অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। পশুর নদের পানি লোকালয়ে ঢুকে পড়ায় বড় খলিশা ও পানখালী গ্রামের প্রায় দুই শতাধিক বসত বাড়ি প্লাবিত হয়ে প্রায় সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া প্রায় ১ হাজার বিঘা আধা পাকা আমন ফসলের খেতে পানি ঢুকে পড়ায় এলাকার শতশত কৃষক পরিবার সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়েছেন।
No comments