খুলনায় ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার



খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা এই মনোনয়ন প্রত্যাহার করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এখন প্রার্থী রয়েছেন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩৬ জন। সর্বমোট প্রার্থীর সংখ্যা ১৭৯ জন। ২৫ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

যেসব কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন ৩নং ওয়ার্ডের শেখ আবদুল হাই, ৫নং ওয়ার্ডের মো. হারুন-অর-রশিদ, ৬নং ওয়ার্ডের শেখ লুৎফর রহমান, ৭নং ওয়ার্ডের শেখ তারেক, ১০নং ওয়ার্ডের মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪নং ওয়ার্ডের আব্দুর রশিদ শেখ, ১৫নং ওয়ার্ডের সমীর কুমার দত্ত, ১৬নং ওয়ার্ডের তাহেরা খাতুন, ২১নং ওয়ার্ডের মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫নং ওয়ার্ডের মোছা. নাজমুন্নাহার ও ২৭নং ওয়ার্ডের হোসনে আরা।

এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন।

No comments

Theme images by nicodemos. Powered by Blogger.