কপ–২৭ সম্মেলন সামনে রেখে ঢাবি শিক্ষার্থীদের ৯ প্রস্তাব

 


মিসরে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ–২৭ জলবায়ু সম্মেলন। এ সম্মেলন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ দফা প্রস্তাব দিয়েছে ‘ঢাকা ইউনিভার্সিটি ফর ক্লাইমেট অ্যাকশন’ নামের একটি প্ল্যাটফর্ম।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা ইউনিভার্সিটি ফর ক্লাইমেট অ্যাকশনের ব্যানারে এক সমাবেশে প্রস্তাবগুলো তুলে ধরে তারা। দুই মাস ধরে উন্মুক্ত আলোচনাসহ নানাভাবে প্রায় ১৫০ শিক্ষার্থীর মতামত নিয়ে প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

কনফারেন্স অব দ্য পার্টিজ-এর সংক্ষিপ্ত রূপ কপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। সবশেষ গত বছরের অক্টোবর-নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপের ২৬তম সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৬-১৮ নভেম্বর কপ-২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শিক্ষার্থীদের প্রস্তাবগুলো হলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রতিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির ওপর জোর দেওয়া; সাংস্কৃতিক ও সামাজিক নিয়ামকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু সুবিচার নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনবিষয়ক সব উদ্যোগে নারীর সুরক্ষা ও ক্ষমতায়নের দিকে মনোযোগ দেওয়া; ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে সামঞ্জস্য রেখে বনভূমি ও বৃক্ষ সংরক্ষণ; জলবায়ু পরিবর্তনবিষয়ক সব পরিকল্পনায় স্থানীয় জ্ঞানের ব্যবহার ও ভুক্তভোগী সংজ্ঞায়নে স্থানীয় চিহ্নিতকরণ; মৌলিক মানবাধিকারের মতো মৌলিক জলবায়ু-অধিকার প্রণয়ন; জলবায়ু শরণার্থী ও গণহত্যার মতো প্রতিবেশের পরিকল্পিত ধ্বংসকে ‘ইকোসাইড’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া; জলবায়ু পরিবর্তনবিষয়ক তথ্য, পরিসংখ্যান ও জরিপের ফলাফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দূষণকারী বহুজাতিক প্রতিষ্ঠানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ ও সরকারকে শক্তিশালী করা।

ঢাকা ইউনিভার্সিটি ফর ক্লাইমেট অ্যাকশনের সমাবেশে বক্তব্য দেন প্ল্যাটফর্মটির আহ্বায়ক ইসতিয়াক নূর মুহিত, শিক্ষার্থী ফেরদৌস সিদ্দিক সায়মন, রাফিয়া রেহনুমা প্রমুখ। পরিবেশ অধিদপ্তর, কপ-২৭, জাতিসংঘ জলবায়ু তহবিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৯ দফা প্রস্তাবের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান তাঁরা।

No comments

Theme images by nicodemos. Powered by Blogger.